Tuesday, April 16, 2024
ইতিহাসফিচার নিউজ

২৩ জুলাই – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৩ জুলাই। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৮২৯ – আমেরিকাতে টাইপরাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন উইলিয়াম অস্টিন বার্ড
  • ১৮৪৩ – সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষের জন্ম
  • ১৮৫৬- স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্ম
  • ১৮৮১ – আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৯৩ – কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত
  • ১৮৯৫ – চিত্রশিল্পী মুকুল দে’র জন্ম
  • ১৮৯৮ – বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম
  • ১৯৩৩ – ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্তের মৃত্যু
  • ১৯৯৫ – হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়। পরের বছরের গোড়ায় সেটি খালি চোখে দৃশ্যমান হয়
  • ২০০৪ –অভিনেতা মেহমুদের মৃত্যু
  • ২০১২ – আই এন এ’ যোদ্ধা লক্ষ্মী সায়গলের মৃত্যু

Leave a Reply

error: Content is protected !!