দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকদের। উত্তরপ্রদেশের লখনউ থেকে ২০০ কিলোমিটার দূরে আউরাইয়া জেলায় দুটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ২৪ জন শ্রমিকদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন বলে খবর। রাজস্থান থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন তাঁরা। এই নিয়ে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনায় মারা গেলেন অনেক পরিযায়ী শ্রমিক।