Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম বসিরহাট, জেলা সভাপতি মার খেলেন যুব মোর্চার নেতা-কর্মীদের হাতে!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশই পায়ের তলা থেকে মাটি হারাচ্ছে বিজেপি। প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নাজেহাল গেরুয়া শিবির। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষকে মারধর করে হেনস্থার অভিযোগ উঠল বিজেপি যুব মোর্চা নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে। রবিবার সোনপুকুরে একটি কমিউনিটি হলে বিজেপির সাংগঠনিক জেলার কর্মিসভা ছিল। সেখানেই বিজেপির দু-পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

অভিযোগ, বিজেপির সাংগঠনিক জেলা কর্মিসভায় সভাপতি তারক ঘোষ উপস্থিত হওয়ার আগেই মূল গেটে তালা মেরে দেয় বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কর্মকার সঙ্গে কর্মী-সমর্থকরা। কর্মিসভা শুরুর আগেই এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা গন্ডগোল হেনস্থা মারধর শুরু হয়ে যায়।

তাঁদের দাবি, সভাপতি তারক ঘোষ প্রশান্ত কিশোরের কাছ থেকে মোটা টাকা খেয়ে বিজেপি দলটাকে ধ্বংস করে দিচ্ছে। এখানে কর্মী-সমর্থকদের মনোবল নষ্ট করে দিচ্ছে তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে ইনি একটা টাকার লোভি।

কর্মীরা জানান, এসেছিলাম সভাপতির কাছে যে সাংগঠনিক ব্যাপারে কাজকর্ম কি হচ্ছে জানতে। উনি নিজের সিদ্ধান্তে অবিচল। আগের কর্মী-সমর্থক নেতাদের সঙ্গে আলোচনা করেন না। তাই রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বসিরহাটে প্রকাশ্যে।

 

Leave a Reply

error: Content is protected !!