Monday, November 4, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিরোধীদের আবেদনে সায় না দিয়েই বিতর্কিত কৃষি বিলে সই রাষ্ট্রপতির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিরোধীদের আবেদনে সায় না দিয়েই বিতর্কিত কৃষি বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিরোধীদের চরম বিরোধিতা সত্ত্বেও গত সপ্তাহে রাজ্যসভায় দু’‌টি বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। তারপরেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিরোধীদের একটি দল। বিলে সায় না দেওয়ার আর্জি জানিয়েছিলেন বিরোধীরাও। তবে সেই আর্জিতে সাড়া দিলেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনটি কৃষি বিলেই অনুমোদন দিলেন তিনি। তারপর তড়িঘড়ি নয়া তিন আইনের বিজ্ঞপ্তিও জারি করে দিল কেন্দ্র।

বিরোধীদের দাবি, তিনটি বিলকেই সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠিয়ে পুনর্বিবেচনা করা হোক। রাজি হয়নি মোদি সরকার।

 

 

Leave a Reply

error: Content is protected !!