দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জি নিউজের ২৮ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন সংস্থার তরফে সাংবাদিক সুধীর চৌধুরী একথা জানান। এই খবর প্রকাশ্যে আসতেই ফের একবার সাংবাদিক মহলে হইচই পড়ে গিয়েছে।
উল্লেখ্য, যে কয়জনের দেহে করোনা ভাইরাসের চিহ্ন মিলেছে, তাদের অনেকেরই উপসর্গ নেই বলে খবর। এই তথ্য জানিয়েছেন সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষ। আর এই ঘটনার জেরেই ওই মিডিয়া হাসউসের অফিস, স্টুটিও, নিউড রুম, অফিস সিল করা হয়েছে।
নয়ডায় এই মিডিয়া হাউসের হেড কোয়ার্টারে এমন ঘটনার জেরে সন্ত্রস্ত সাংবাদিকমহল। অফিসের বাকি কর্মীদেরও করোনার টেস্ট হচ্ছে বলে দফতরের তরফে অফিসিয়াল স্টেটমেন্টে জানানোন হয়েছে।