প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৮ জুন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –
- ০৭৬৭ – এই দিনে মৃত্যুবরণ করেন ইতালিয়ান পোপ প্রথম পল
- ১৪৭৬ – পোপ চতুর্থ পলের জন্ম
- ১৭৫৭ – মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন
- ১৮২০ – প্রমাণিত হয় যে টমেটো বিষাক্ত নয়।
- ১৮৩৮ – ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক ঘটে।
- ১৯১৯ – জার্মান ও মিত্রজোটের ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে
- ১৯২১ – পি. ভি. নরসিমা রাওয়ের জন্ম, তিনি ছিলেন আইনজীবী, রাজনীতিবিদ ও দেশের ৯ম প্রধানমন্ত্রী
- ১৯৪০ – অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের জন্ম। তিনি বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ
- ১৯৫৪ – জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন
- ১৯৬৭ – ইসরাইল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল হয়
- ১৯৯৬ – তুরস্কের প্রেসিডেন্ট সুলাইমান ডেমিরেলের ৭৩ বছরের মধ্যে প্রথম দেশে ইসলামিক নেতৃত্বাধীন সরকার অনুমোদিত হয়
- ১৯৮৬ – হাজী মোহাম্মদ দানেশের মৃত্যু, তিনি ছিলেন অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা