প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩০ জুন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –
- ০৬৫৬ – ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) খেলাফত লাভ করেন
- ১৭১৭ – নবাব মুর্শিদ কুলি খান, তিনি ছিলেন ছিলেন বাংলার প্রথম নবাব
- ১৭৫৭ – বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ত্রিশ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কোলকাতা দখল করেন
- ১৭৫৭ – নবাব সিরাজ-উদ-দৌলা স্বীয় পত্নী ও কন্যাসহ পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাজমহলে রাত কাটাতে গিয়ে তিনি ধরা পড়েন
- ১৮৫৫ – ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়
- ১৯৬২ – প্রমীলা নজরুলের মৃত্যু, তিনি ছিলেন বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী
- ১৯৬৯ – সনাথ জয়াসুরিয়ার জন্মদিন, তিনি শ্রীলংকান প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ