Friday, March 29, 2024
ইতিহাসফিচার নিউজ

৩ আগষ্ট – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩ আগষ্ট। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১১০৮ – ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন
  • ১৪৯২ – ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলোম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন
  • ১৪৯২ – স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়
  • ১৮৫৮ – জন স্মীক কর্তৃক নীল নদের উৎস আবিষ্কার
  • ১৮৮২ – ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল
  • ১৯১৪ – তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি
  • ১৯১৪ – পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়
  • ১৯১৪ – ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে
  • ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে

Leave a Reply

error: Content is protected !!