Sunday, September 8, 2024
ইতিহাসফিচার নিউজ

৩ সেপ্টেম্বর – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩ সেপ্টেম্বর। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৮৫৯ – মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়
  • ১৮৬৬ – জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়
  • ১৯১৮ – চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র
  • ১৯১৮ – ঐতিহাসিক দামেস্ক শহর দখল করে ব্রিটিশ সেনারা
  • ১৯২৬ – বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম অভিনেতা উত্তম কুমারের জন্ম
  • ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পণ করে ইতালি
  • ১৯৭১ – কাতার ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে
  • ১৯৭৬ – ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়

Leave a Reply

error: Content is protected !!