দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সকালে বিজেপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা বন্দুকবাজদের। আর বিকেলেই দল ছাড়ার হিড়িক বিজেপি নেতাদের মধ্যে। জম্মু কাশ্মীরের বদগামে ইতিমধ্যেই চার জন নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। রবিবার দিনভর এমনই ঘটনাপ্রবাহের সাক্ষী থাকল উপত্যকা।
স্থানীয় সূত্রে খবর, আরও অনেকেই দল ছাড়তে পারেন। রবিবার সকালে বদগাম রেলস্টেশনের কাছে স্থানীয় বিজেপি নেতা আবদুল হামিদ নজরকে গুলি করে পালিয়ে যায় বন্দুকধারীরা। মহিন্দপুরা গ্রামের বাসিন্দা নজর মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। তিনি বদগাম জেলার ওবিসি শাখার জেলা সভাপতি।
এই নিয়ে গত এক সপ্তাহে উপত্যকার তিন জন বিজেপি নেতার উপর হামলা চালাল বন্দুকধারীরা। এর আগে কুলগাম জেলায় এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। অন্য এক বিজেপি নেতার উপরেও হামলা হয়েছিল কুলগামে। এখনও তিনি চিকিৎসাধীন।
পর পর এই হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই উপত্যকার বিজেপি নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সেই আতঙ্কেই দল ছাড়তে শুরু করেছেন বিজেপি নেতারা। রবিবার বিকেলেই দল ছাড়ার ঘোষণা করেছেন স্থানীয় চার নেতা। তাঁরা ঘোষণা করেছেন, বিজেপির সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না তাঁরা।