Wednesday, December 4, 2024
Latest Newsদেশফিচার নিউজ

তাজমহলের ভিতরে ঢুকে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব, গ্রেফতার হিন্দু জাগরণ মঞ্চের ৪ সদস্য

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তাজমহলের ভিতরে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করল হিন্দু জাগরণ মঞ্চের ৪ সদস্যকে। অভিযোগ, ওই চার যুবক তাজমহলে ঢুকে গেরুয়া পতাকা উড়িয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরির চেষ্টা করেছেন। সেই কীর্তি ভিডিও করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোডও করেন তাঁরা। আর সেই ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার চার যুবক টিকিট কেটেই তাজমহল চত্বরে প্রবেশ করেন। সেখানে তিনজন ব্যাগ থেকে গেরুয়া ঝান্ডা বের করে ওড়াতে থাকেন। আরেক যুবক গোটা ঘটনাটি রেকর্ড করেন। ১৫ সেকেন্ড ও ২৩ সেকেন্ডের ভিডিও দুটি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন তাঁরা। এরপরই তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ধৃত চার যুবক হিন্দু জাগরণ মঞ্চের সদস্য বলে খবর। অভিযুক্তদের নাম গৌরব তলোয়ার, সনু বাঘেল, বিশেষ কুমার এবং ঋষি লাভানিয়া। গৌরব হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি। নিয়ম অনুযায়ী, তাজমহল চত্বরে ধার্মিক কার্যকলাপ নিষিদ্ধ। শুধুমাত্র শুক্রবার তাজমহল চত্বরে থাকা মসজিদে নামাজ পড়ার অনুমতি রয়েছে।

এ প্রসঙ্গে এসএসপি বাবলু কুমার জানান, সিআইএসএফের অভিযোগ অনুযায়ী চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (ক) ধারায় মামলা করা হয়েছে। চারজনের বিরুদ্ধে ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিবাদ তৈরির অভিযোগ রয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!