Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

কুলতলি থানার তৎপরতায় বিহারে পাচার হওয়া ১২ জনকে উদ্ধার করল পুলিশ

সাকিব হাসান, দৈনিক সমাচার, কুলতলী: কুলতলি থানার এসআই প্রবীর কুমার দাস তৎপরতায় বিহারে পাচার হওয়া ১২ জন কে উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ডিসেম্বরের ২৯ তারিখে কুলতলি থানায় একটি কেস রুজু হয়। সেই কেসের বিহার থেকে কিনারা করে পুলিশ।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর দুপুর ১ টায় মেদিনীপুর যাবার কথা বলে আর বাড়ি থেকে বের হন কুলতলির কচিয়ামারার কৃষ্ণা নস্কর, অর্পণা নস্কর (১৭) ও সুপর্ণা নস্কর (১৫) । এর পর তারা আর বাড়ি ফেরেননি। সেই ঘটনায় ডিসেম্বরের ২৯ তারিখে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন আত্মীয়রা। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর আসনে নামেন কুলতলি থানার অফিসার এসআই প্রবীর কুমার দাস। তিনি গোপন সূত্রে খবর পেয়ে বিহারের বেথিয়া জেলার মজোওলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ ও এনজিো মিশন মুক্তির সঙ্গে যোগাযোগ করেন। এরপর লোকেশন ট্র্যাক করে মজেওলিয়ার এক গুমটিতে রের্ড করায় সেখানে ১২ জন কে উদ্ধার করেন। সেই সঙ্গে দুই জন প্রধান অভিযুক্ত কে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই ১২ জনের মধ্যে নাবালিকা ৪ জন ও নাবালক ২ জন, সাবালিকা ৪ ও সাবালক ২ জন রয়েছে। আইন মোতাবেক ৬ জন নাবালক ও নাবালিকা কে বারুইপুর জেলা পুলিশের অধীনস্থ হোমে রাখা হয়েছে। আর বাকি ৬ জন সাবালক ও সাবালিকা কে বারুইপুর এসিজেএম আদালতে পাঠানো হয়েছে। কুলতলী থানার উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

 

Leave a Reply

error: Content is protected !!