Sunday, March 3, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অনলাইন শিক্ষাদানে সড়গড় নন ৫০ শতাংশ শিক্ষকই, বলছে সমীক্ষা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আবহে বন্ধ স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইন ক্লাসই এখন মূল ভরসা। কিন্তু টিমলিজ সংস্থা এড-টেক ফার্ম স্কুলগুরু এডু সার্ভের ‛ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান এবং শিক্ষাগ্রহণ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সমীক্ষায় জানা গিয়েছে এখনও প্রায় ৫০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনলাইন পাঠদানে স্বচ্ছন্দ নন।

দেশের ১২০০-এরও বেশি শিক্ষককে নিয়ে পরিচালিত সমীক্ষায় দেখা গিয়েছে, ৮৯.৯২ শতাংশ শিক্ষক করোনার আগে শিক্ষায় প্রযুক্তি ব্যবহার করেননি। মাত্র ৪.২ শতাংশ শিক্ষককে অনলাইনে শিক্ষাদানের সরঞ্জাম ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ১৭.৪৮ শতাংশ দাবি করেছেন যে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা করছে। ৮২.৫২ শতাংশ শিক্ষকের কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই।

 

 

Leave a Reply

error: Content is protected !!