Monday, December 30, 2024
Latest Newsদেশফিচার নিউজ

খোদ রামের ঘরেই চুরি! চেক জালিয়াতি করে রাম মন্দির ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে গায়েব ৬ লক্ষ টাকা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: খোদ রামের ঘরেই চুরি! চেক জালিয়াতি করে অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে গায়েব ৬ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। অযোধ্যার ডেপুটি ইনস্পেক্টর জেনারেল দীপক কুমার জানিয়েছেন, চেক নকল করে একবার ২.৫ লক্ষ টাকা ও একবার ৩.৫ লক্ষ টাকা তোলা হয়। রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পট রাইয়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয়ের প্রতারকের বিরুদ্ধে এফ আইআর দায়ের করা হয়েছে।

ডিআইজি দীপক কুমার জানান, যে সিরিয়াল নম্বরের চেক দু’টি ভাঙিয়ে ৬ লক্ষ টাকা তোলা হয়েছে, সেই সিরিয়াল নম্বরের আসল চেক ট্রাস্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে। জানা যায়, অ্যাকাউন্ট থেকে তোলা টাকা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!