Saturday, March 2, 2024
Latest Newsফিচার নিউজবিনোদন

অনেক বিজেপি নেতাদের মতো তিনিও নাকি রোজ গোমূত্র পান করেন, দাবি অক্ষয়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গোমূত্র পানে নাকি অনেক অসুখ সারে। এমনকি করোনার মত মারন ব্যাধিও নাকি গোমূত্র পানে সারবে, এমনটাই একাধিকবার দাবি করেছেন অনেক বিজেপি নেতাই। তাই অনেক বিজেপি ভক্ত গোমূত্র পানও করে চলেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেতা অক্ষয় কুমার। তার দাবি, অনেক বিজেপি নেতাদের মতোই তিনিও রোজ নাকি গোমূত্র পান করেন।

সম্প্রতি অক্ষয় এবং তাঁর সহঅভিনেতা হুমা কুরেশির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে যোগ দেন বেয়ার গ্রিলস। ‘‌ইনটু দ্য ওয়াইল্ড’‌ খ্যাত গ্রিলস পরিচিত নাম। অক্ষয়ের সঙ্গেও একটি এপিসোড করেছেন তিনি। দু’‌জনে বান্দিপুর ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভে দিন কাটিয়েছেন। ১১ সেপ্টেম্বর সেই এপিসোড সম্প্রচার হবে। সেসব নিয়েই আড্ডা দিচ্ছিলেন তিনজন।

উল্লেখ্য, হুমার সঙ্গে একটি ছবি আসছে অক্ষয়ের। নাম ‘‌বেল বটম’‌। এই আড্ডার ফাঁকেই হুমা জিজ্ঞেস করেন ‘‌হাতির মলের চা’‌–এর কথা। প্রোমোতে দেখা গেছে অক্ষয় এবং বেয়ার ওই চা পান করছেন। এই প্রসঙ্গেই অক্ষয় বলেন, ওই চা পান করতে তাঁর খুব একটা অসুবিধা হয়নি। কারণ তিনি রোজ গোমূত্র পান করেন।

Leave a Reply

error: Content is protected !!