Friday, November 22, 2024
Latest Newsইতিহাসফিচার নিউজ

৬ অক্টোবর – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৬ অক্টোবর। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৭০২ – ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়
  • ১৮৬০ – ভারতীয় দন্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ সালে
  • ১৮৯৩ – মেঘনাদ সাহার জন্ম, তিনি ছিলেন বাঙালি পদার্থবিদ
  • ১৯০৮ – বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে
  • ১৯১৮ – তুর্কী সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম
  • ১৯২৮ – চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন
  • ১৯৭২ – মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে ২০৮ জন নিহত হন
  • ১৯৭৩ – ইসরাইলের সঙ্গে মিশর-সিরিয়ার যুদ্ধ শুরু হয়
  • ১৯৯৫ – বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়

Leave a Reply

error: Content is protected !!