Friday, April 26, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জাতির জনক মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসের মহিমা প্রচারে ইউটিউব চ‍্যানেল খুলছে হিন্দু মহাসভা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জাতির জনক মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসের মহিমা প্রচারে লক্ষ্যে ইউটিউব চ‍্যানেল খুলতে চলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

কিন্তু হঠাৎ কেন গডসের নামে ইউটিউব চ‍্যানেল? কী দেখানো হবে সেখানে? জানা গিয়েছে, কেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন গডসে,‌ সেই সুনির্দিষ্ট কারণগুলি তুলে ধরা হবে ওই চ্যানেলে। শুধু তাই নয়, বর্তমান প্রজন্মের কাছে নাথুরাম গডসের প্রাসঙ্গিকতাও তুলে ধরা হবে বলে জানিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

সংগঠনের মুখপাত্র অভিষেক আগরওয়াল বলেন, ‛বর্তমানে যুব প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। নাথুরাম গডসের নামাঙ্কিত চ্যানেলটির মাধ্যমে আমরা যুব সম্প্রদায়ের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে চাইছি।’

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ক্ষোভপ্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী অর্ধনা মিশ্রের কথায়, ‛গান্ধীজির চিন্তাধারা নষ্ট করার অপচেষ্টা চলছে। সেই কারণে গডসের মতো একজন খুনির ভাবমূর্তিকে উজ্জ্বল করা হচ্ছে। আসলে এটাই উগ্র হিন্দুত্ববাদী দলের মূল উদ্দেশ্য। কিন্তু তারা ভুলে যাচ্ছে, প্রত্যেক ভারতবাসীর ডিএনএতে গান্ধীর প্রতি শ্রদ্ধা রয়েছে। তাই গডসের ভাবমূর্তি উজ্জ্বল করার এই অপচেষ্টা কখনই সফল হবে না।’

 

Leave a Reply

error: Content is protected !!