Friday, March 14, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

ইসলাম বিদ্বেষী ফ্রান্সের ৬০ শতাংশ শিশু অবৈধ ও পিতৃ পরিচয়হীন! বলছে রিপোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বের মধ্যে নিজেদেরকে উন্নত ও সভ্য হিসেবে দাবি করে ফ্রান্স। কিন্তু এই ফ্রান্সের কুকর্ম শুনে আপনিও চমকে যেতে পারেন। আপনার মাথা কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিতে। হ্যাঁ এমনই ভয়াবহ ফ্রান্সের অশ্লীলতা। ফ্রান্সের ৬০ শতাংশ শিশু অবৈধ ও পিতৃ পরিচয়হীন, এমনটাই ভয়ঙ্কর রিপোর্ট পেশ করেছে ওয়েবসাইট ইস্টাটিস্টা (STATISTA)। যেখানে বলা হয়েছে ২০১৮ সাল অনুযায়ী ফ্রান্সের ৬০.৪ শতাংশ শিশু অবৈধ ও পিতৃ পরিচয়হীন।

Infographic: Where babies are born outside of marriage | Statista

 

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, অনেক দেশে বিবাহের গুরুত্ব হারাচ্ছে। বিশ্বের বেশকিছু দেশগুলিতে বিবাহের বাইরে অবৈধ বাচ্চা জন্মের ভাগের বিষয়ে ডেটা তুলে ধরা হয়েছে। সেখানে ফ্রান্স শীর্ষে রয়েছে। স্কেলের অন্য প্রান্তে গ্রীসে সর্বনিম্ন হার রয়েছে, যেখানে দশ সন্তানের মধ্যে নয় জন বিবাহিত বাবা-মায়ের কাছে জন্মগ্রহণ করেছিল। উল্লেখ্য, বর্তমানে ফ্রান্স ইসলাম বিদ্বেষী মন্তব্য করে শিরোনামে রয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!