দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত ১১ জুলাই আত্মনির্ভর ভারত প্রকল্পের বিকাশে ‘অসীম’ অর্থাৎ আত্মনির্ভর স্কিলড এমপ্লয়ি এমপ্লয়ার ম্যাপিং পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সেই পোর্টালে মাত্র ৪০ দিনে নাম নথিভুক্ত করেছিলেন ৬৯ লাখের বেশি কর্মপ্রার্থী। কিন্তু শেষ পর্যন্ত চাকরি পেয়েছেন মাত্র ৭ হাজার ৭০০ জন।
জানা গিয়েছে, ১৪ থেকে ২১ আগস্টের মধ্যে সেই পোর্টাল সূত্রে চাকরি পেয়েছেন মোট ৭৭০০ চাকরিপ্রার্থী। মূলত লকডাউনে কাজ হারিয়ে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের উদ্দেশেই পোর্টালটি খোলা হয়েছিল বলে কেন্দ্রীয় সূত্রে খবর। কিন্তু ৬৯ লাখ কর্মপ্রার্থীর মধ্যে মাত্র ৭৭০০ জন কাজ পেয়েছেন।
কেন্দ্রের তরফে অবশ্য জানানো হয়েছে, পোর্টালটি শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য খোলা হয়নি। তালিকায় রয়েছেন দর্জি, ইলেকট্রিক মিস্ত্রি, ফিল্ড টেকনিশিয়ান, সেলাই মেশিন চালানোর কর্মী, ক্যুরিয়র সার্ভিস-এর ডেলিভারি কর্মী, নার্স, হিসেবরক্ষক, সাফাই কর্মী এবং বিপণন কর্মী।