Monday, February 24, 2025
ইতিহাসফিচার নিউজ

৭ জুলাই – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৭ জুলাই। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৪৫৬ – মৃত্যুর ২৫ বছর বাদে জোয়ান অব আর্ককে ধর্মনিন্দার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হল
  • ১৬০৭ – প্রথমবার গাওয়া হয় ‘গড সেভ দ্য কিং’
  • ১৬৬৮ – কেমব্রিজের ট্রিনটি কলেজ থেকে মাস্টার ডিগ্রি লাভ করলেন আইজ্যক নিউটন
  • ১৮০২ – প্রথম কমিক বই ‘দ্য ওয়াস্প’ প্রকাশিত হয়
  • ১৯১৪ – বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাসের জন্ম
  • ১৯৩০ – শালর্ক হোমস চরিত্রের স্রস্টা স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েলের মৃত্যু
  • ১৯৩১ – স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তর মৃত্যু
  • ১৯৪৮ – স্থাপিত হয় দামোদর ভ্যালি কর্পোরেশন
  • ১৯৭৩ – গায়ক কৈলাস খেরের জন্ম
  • ১৯৮১ – ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জন্ম
  • ১৯৯০ – সার্নের গবেষক টিম বার্নাস লি ডেভেলপ করেন ওয়েব দুনিয়ার যুগান্তকারী আবিষ্কার এইচ টি এম এল
  • ২০০৫ – লন্ডনে চারটি আত্মঘাতী বিস্ফোরণে মারা যান ৫৬ জন। আহতের সংখ্যা অন্তত ৭০০
  • বিশ্ব চকলেট দিবস

Leave a Reply

error: Content is protected !!