সুরাইয়া খাতুন
দুজনেই পেশায় সাংবাদিক। এদের মধ্যে একজন, ক্রমাগত সাম্প্রদায়িক বিষ উগরে চলেন। তিনি হলেন রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী। আর একজন হলেন কাশ্মীরের কাশ্মীর ন্যারেটর নামক মিডিয়ার সাংবাদিক আসিফ সুলতান। যিনি ইউএপিএ আইনের অধীনে ৮০৮ দিন থেকে শ্রীনগর কারাগারে বন্দী!
২০১৮ সালে ইন্টিরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গত ৪ নভেম্বর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। কিন্তু গ্রেফতারের এক সপ্তাহের মধ্যে তিনি জামিন পেয়ে যান।
অন্যদিকে আসিফ কাশ্মীরি নাগরিকের অধিকার লঙ্ঘনের সংবাদ লিখতেন, এটি ছিল তাঁর অপরাধ। এজন্যে তাঁকে ২০১৮ সালের ২৭ আগষ্ট গ্রেফতার করা হয়। কিন্তু আজও তিনি জামিন পেলেন না। শাসক দলের পৃষ্ঠপোষকতা, ঘৃণার পরিবেশ তৈরি করা, তোষামোদ করা ইত্যাদি তে তিনি অপারগ। তাই আজো তিনি শ্রীনগরের কালো কুঠুরিতে বন্দী!