Thursday, March 28, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

পাকিস্তান বোঝেনা হিন্দু-মুসলিম, সব ভারতীয়কেই শত্রু ভাবে তারা! দাবি পাক জেল থেকে ছাড়া পাওয়া সামসুদ্দিনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৯৯২ সালে ৯০ দিনের ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন সামসুদ্দিন। তারপর ১৯৯৪ সালে ওই দেশেই পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেছিলেন। পেয়েছিলেন পাকিস্তানের নাগরিকত্বও। কিন্তু ২০১২ সালে গুপ্তচর সন্দেহে তাঁকে গ্রেফতার পাক সরকার।

চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাঁর ঠাঁই হয়েছিল করাচির জেলে। শত্রু ভেবে তাঁর উপর চলেছে অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার। নাগরিকত্ব পেয়েও কপালে জুটেছিল গুপ্তচরের তকমা। টানা আট বছর জেলবন্দি থাকার পর ফের নিজের জন্মভিটেতে ফিরে এলেন সত্তর বছরের সামসুদ্দিন।

ফিরে এসে তাঁর অকপট স্বীকারোক্তি, পাকিস্তানে ভিনদেশীদের ভালো চোখে দেখে না। আর যদি সে ভারতীয় হয় তা হলে তাঁরা ধরেই নেয় যে সে শত্রুপক্ষ। তিনি জানান, করাচির জেলই অন্যান্য জেলবন্দিদের কটূ কথা ও মানসিক যন্ত্রণায় প্রায় পাগল হওয়ার জোগার হয়েছিল তাঁর। সাংবাদিকদের সামসুদ্দিন জানিয়েছেন, পাকিস্তানিরা ভারতীয়দের অন্য চোখে দেখে। একেবারেই ভালো ব্যবহার করে না তাঁরা। শত্রুপক্ষ ভেবেই তাঁরা আপনার সঙ্গে কথা বলে।

 

Leave a Reply

error: Content is protected !!