দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নিত্যদিনে বাড়ির দরজায় মদ্যপদের জ্বালাতন। প্রতিদিনের এই একই কাহিনী দেখে দেখে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই শেষমেশ আর সহ্য করতে না পেরে প্রতিবাদ জানান। কিন্তু প্রতিবাদ জানাতে গিয়ে হেনস্থার শিকার হলেন ৮৬ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার পর্ণশ্রীতে।
জানা গেছে, প্রতিদিনের মতোই সোমবার রাত্রেও একদল মদ্যপ ওই বৃদ্ধের বাড়ির দরজার সামনে এসে চিৎকার চেচামেচি শুরু করে। বারণ করলে শোনা তো দূরের কথা, আরও বেড়ে যায় চিৎকার। রাত্রি বারোটা -একটা পর্যন্ত চলে সেই তাণ্ডব। তারই প্রতিবাদ করতে গিয়ে সপরিবারে আক্রান্ত হন অসুস্থ বৃদ্ধ প্রলয়কান্তি সরকার।
গতকাল রাত্রি দশটার পর থেকে বাড়ির পাশে রাস্তার উপরে, দুই মদ্যপ এর মদ খাওয়া এবং চিৎকার চেঁচামেচির প্রতিবাদ করেন ছেলে প্রবাল। এই সময়ে তাঁদেরক রীতিমতো আক্রমণ করে ওই দুই মদ্যপ।দরজায় লাথি মারা থেকে আরম্ভ করে কুৎসিত ভাষায় গালা গালি করা, এমনকি প্রাণে মারার হুমকি দেয়। এর পর প্রলয়বাবু প্রতিবাদ করলে তিনিও আক্রান্ত হয়। ঘটনায় পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।