Sunday, March 3, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলার সোনু সুদ! এবার নিজের সংসদীয় অফিসকে আইসোলেশন সেন্টার করলেন দেব

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কোভিড আবহে বলিউড অভিনেতা যেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন, তেমনি বাংলায় সোনু সুদের ভূমিকায় একাধিকবার দেখা গিয়েছে সাংসদ-অভিনেতা দেবকে। কখনও তিনি হাত বাড়িয়ে দিয়েছেন ঘূর্ণিঝড় বিধ্বস্তদের সাহায্যার্থে, কখনও তিনি দায়িত্ব নিয়ে ফিরিয়ে এনেছেন লকডাউনে বাইরে আটকে পড়া বঙ্গবাসীদের। বিভিন্ন সময় অসুবিধেয় পড়া মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন ঘাটালের সাংসদ। করোনা পরিস্থিতিতে এবার উল্লেখযোগ্য পদক্ষেপ করলেন তিনি। করোনা রোগীদের জন্য পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিজের সংসদীয় কার্যালয়কেই আইসোলেশন ক্যাম্প করলেন দেব। ইতিমধ্যে বেড এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।

 

সোমবার দেব ট্যুইট করেন, ‘আমি আমার ডেবরার অফিসকে আইসোলেশন ক্যাম্প হিসেবে ব্যবহার করতে দিলাম। যাতে এটি মানুষের কাজে লাগে। কিন্তু মানুষ এতে উপকৃত হবেন, আশা করি।…আমার মনে হয়, এটাই সঠিক সময়, যখন বেশিরভাগ পার্টি অফিসকে মানুষের ব্যবহারে লাগানো দরকার।’

 

 

Leave a Reply

error: Content is protected !!