দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছিল কেন্দ্র। সেই ট্রেনে যাত্রাকালীন ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্যসভায় জানাল কেন্দ্র।
এদিন তৃণমূলের ডেরেক ও ব্রায়ানের প্রশ্নের উত্তরে পীযূষ গোয়েল বলেন, যে ৯৭ জনের মৃত্যু হয়, এর মধ্যে ময়নাতদন্ত হয় ৮৭টি কেসে। মৃত্যুর কারণ হিসাবে উঠে এসেছে হার্ট অ্যাটাক, ব্রেন হেমারেজ, লিভার ফেলিওর ইত্যাদি।