দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। প্রবল বৃষ্টিপাতের জেরে মুম্বই শহরের অবস্থা বেশ খারাপ। রেললাইনগুলি সব জলের তলায়। ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। বৃষ্টিপাতের জেরে মুম্বইয়ে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনাও। বাড়ি ধসে দেওয়াল চাপা পড়ে মৃত ১৮। চেম্বুরে ঝুপড়ির ওপর দেওয়াল ভেঙে পড়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের।
উদ্ধারকারী টিমের সদস্যদের দাবি, এখনও ৬-৮ জনের ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধারকার্যে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। আবার আজ ভোরে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, লাগাতার প্রবল বৃষ্টিপাতের জেরেই ঘটেছে এমন দুর্ঘটনা জানাচ্ছে পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, চেম্বুরের ভরত নগর অঞ্চলে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১৫ জনের। দেওয়াল লাগোয়া বেশ কয়েকটি ঝুপড়ি ছিল। সেই ঝুপড়ির ওপরই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালটি। বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা ও দমকল বাহিনীর আধিকারিকরা জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছেন। দুর্ঘটনাস্থল থেকে অনেককেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর মৃতদেহগুলি বৃহন্মুম্বই পুরসভা পরিচালিত রাজওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেহগুলি পরীক্ষা করেই জানিয়ে দেন ১২ জনেরই মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেনে দেওয়া হয়েছে। মুম্বই জুড়ে গত কয়েকদিন ধরেই চলছে অতিভারী বৃষ্টিপাত। মুম্বই শহর জুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। রেললাইন জলের তলায়। বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন।