Saturday, December 7, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর কালে বেকারত্বের চরম শিখরে দেশ! যোগীরাজ‍্যে অঙ্গনওয়াড়ি চাকরির আবেদন এমটেক-এমবিএ পাশদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এমটেক, বিটেক, এমবিএ পাশ করেও চাকরি নেই। তাই বাধ্য হয়ে আঙ্গনওয়াড়ির কর্মী পদে চাকরি পেতে আবেদন করলেন বহু যুবতী। অঙ্গনওয়াড়ির কর্মীর পদে আবেদন করার ন্যূনতম শিক্ষাকত যোগ্যতা দশম শ্রেণী পাশ। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর যখন আবেদন পত্র স্ক্রুটিনি করা হয়। তখন দেখা যায় যে আবেদনকারীদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। মোট ১৮ হাজার জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন জানিয়েছেন সেরাজ্যে।

অঙ্গনওয়াড়ির কর্মীরা মাসে ৫৫০০ টাকা পান। জানা গিয়েছে এই পদের জন্যেই স্নাতক এবং স্নাতকোত্তর বহু যুবতী আবেদন জানিয়েছেন। প্রায় কয়েক হাজার উচ্চশিক্ষিত আবেদন জানিয়েছে বলে জানা গিয়েছে ‘লাইভ হিন্দুস্তান’-এর রিপোর্ট মারফত। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। কারণ আগামী বেশ কয়েকদিন রেজিস্টার্ড ডাকযোগে আরও বেশ কয়েকটি আবেদনপদ্র এসে পৌঁছবে।

জানা গিয়েছে আবেদনকারীদের মধ্যে ৫০০ জনের বেশি বিটেক পাশ। প্রায় ২০০ আবেদনকারী এমটেক পাশ। এদিনে এমবিএ ডিগ্রাধারী ৫০০ জন এই পদের জন্যে আবেদন করেছেন বলে জানা গিয়েছে। এই বিষয়টি মেনে নিয়েছেন সরকারি বিভাগের আধিকারিক রাজেন্দ্র ত্রিপাঠি।

Leave a Reply

error: Content is protected !!