Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘‌আপনারাই অর্থনীতি’‌ – ফুল ছিটিয়ে মাতালদের ধন্যবাদ জানালেন বিজেপি সমর্থক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সরকারের ভুল সিদ্ধান্তকে পাগলের মতো সমর্থন, এদেশে যেন জলভাতে পরিণত হয়েছে। করোনা মহামারির মাঝেই ৪ মে থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে মোদী সরকার। সরকারের এই সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক হিসেবে দেখছে বিজেপির সমর্থকরা। তাঁদের দাবি, মদের দোকান খুলে যাওয়ায় অর্থনীতি দ্রুত গতিতে এগোবে।

দিল্লির চান্দের নগরে ধরা পড়ল এমনই এক মজার ছবি। এক ব্যক্তিকে দেখা গেল, প্যাকেট থেকে ফুল বার করে লাইনে অপেক্ষারত ক্রেতাদের মাথায় ফুল ছুঁড়তে। তার এই অদ্ভূত কাণ্ড দেখে লোকে জিজ্ঞেস করে, তিনি এমন কেন করছেন? তার উত্তর, ‛আপনারাই দেশের অর্থনীতি। সরকারের কাছে কোনও টাকা নেই! আমিও বিজেপির কট্টর সমর্থক।’

সোমবার থেকে দেশের বিভিন্ন জায়গায় মদের দোকানে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেয়েছে পুলিস প্রশাসন। লম্বা লাইনে গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে বহু মানুষ সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। স্বাস্থ্য সুরক্ষা ক্ষুন্ন হলেও অর্থনীতির স্বার্থে মদের দোকান খোলার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে হয়েছে বলে জানিয়েছে সরকার। অর্থাৎ, দেশের অর্থনীতি এখন মদের পেয়ালায়। যত বেশি গ্লাস, তত বেশি আয়। মুষড়ে পড়া অর্থনীতি আবার টগবগিয়ে ছুটবে।

 

Support Free & Independent Journalism

1 Comment

  • varoter naam ujjol korlo eta vul ….varote ghote jawa situation samne eneche,tate kothay mukh ujjol holo!!!

Leave a Reply

error: Content is protected !!