দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বের দরবারে বাঙালির নাম ফের একবার উজ্জ্বল করলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পর ফের নোবেল পুরস্কার পেলেন বছর আটান্নের ওই বাঙালি। অর্থনীতি বিজ্ঞানের জন্য এই বছর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমারকে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে নোবেল কমিটি।
বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে নোবেল পেলেন অভিজিৎ-সহ তিন বিজ্ঞানী। এস্থার ডাফলো অভিজিৎ-এর স্ত্রী। অর্থাৎ স্বামী-স্ত্রী দুজনেই নোবেল পেলেন। ১৯৮১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন অভিজিৎ। ১৯৮৩ সালে দিল্লির জেএনইউ থেকে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি।