Saturday, July 27, 2024
ফিচার নিউজরাজ্য

আজ থেকে শুরু হল চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা

ছবি : নিজস্ব

শেখ খায়রুজ্জামান ইসলাম, দৈনিক সমাচার, আমডাঙ্গা : প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে রাজ্যের সব জেলাতেই এই পরীক্ষা নেওয়া হচ্ছে। মূলত পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই প্রতি বছর এই পরীক্ষা ব্যবস্থার আয়োজন করে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। ১৯৯২ সাল থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ এই পরীক্ষা নিয়ে আসছে।

প্রাথমিক উন্নয়ন পর্ষদের সম্পাদক তপন কুমার সামন্ত জানান, রাজ্যের মোট ৩৭৭২টি সেন্টারে পরীক্ষা চলছে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার ৬৬৫ জন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হচ্ছে।

আজ থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। ১৫, ১৬, ১৭ অক্টোবর পরীক্ষার সময় সকাল ৭:৩০টা থেকে ১০টা পর্যন্ত এবং ১৮, ১৯ অক্টোবর পরীক্ষার সময় সকাল ৭:৩০টা থেকে ৯টা পর্যন্ত। বিভিন্ন ভাষার ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু – এই পাঁচটি ভাষায় প্রশ্নপত্র থাকছে।

Leave a Reply

error: Content is protected !!