Monday, September 9, 2024
দেশফিচার নিউজ

‘জয় শ্রীরাম’-এর নামে মুসলিম দম্পতিকে মারধর, পাল্টা গণপিটুনি খেল অভিযুক্তরা

গ্রেফতার দুই অভিযুক্ত। ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের শিরোনামে রাজস্থানের আলওয়ার শহর। সেখানে এক মুসলিম দম্পতি ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেওয়ায় তাঁদের মারধর করা হয়েছে। ওই ঘটনায় বংশ ভরদ্বাজ (২৩) ও সুরেন্দ্র মোহন ভাটিয়া (৩২) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ, ২৯৫, ৫০৯, ৩২৩ ও ৩৮৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে পেশ করা হলে ১৮ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

হরিয়ানার নুহ মেওয়াতের ওই মুসলিম দম্পতি গত শনিবার রাতে আলওয়ারের বাসস্ট্যান্ডে তাঁদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় দু’জন যুবক এসে ওই দম্পতিকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করে। তাঁরা অস্বীকার করলে, দুই অভিযুক্ত মুসলিম যুবককে মারধর করে এবং তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করে। এসময় ওই দম্পতি কেঁদে ফেললে আশেপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্তদের ধরে তাদেরকে পিটুনি দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করে।

Leave a Reply

error: Content is protected !!