Wednesday, December 4, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আচ্ছে দিন! টানা দেড় মাস ধরে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এটাই বোধহয় মোদী সরকারের আচ্ছে দিনের নমুনা। বিগত দেড় মাস ধরে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। দামে কিছুতেই স্বস্তি দিচ্ছে না পেট্রোল আর ডিজেল। রবিবারও দাম বৃদ্ধি হল পেট্রোল আর ডিজেলের। রবিবার দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল ও ডিজেলের দাম- দিল্লিতে পেট্রোলের দাম ৮২.৩৪ টাকা প্রতি লিটার। ডিজেল ৭২.৪২ টাকা প্রতি লিটার।

কলকাতায় পেট্রোলের দাম ৮৩.৮৭ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৭৫.৯৯ টাকা প্রতি লিটার

মুম্বইতে পেট্রোলের দাম ৮৯.০২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৭৮.৭৯ টাকা প্রতি লিটার।

চেন্নাইতে পেট্রোলের দাম ৮৫.৩১ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৭৭.৮৪ টাকা প্রতি লিটার।

লকডাউনের পরেও দাম কমেনি জ্বালানির। টানা দেড় মাস ধরে ক্রমশ দাম বেড়েই চলেছে পেট্রোল আর ডিজেলের।

 

Leave a Reply

error: Content is protected !!