Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আমফানের পর ‘যশ’, আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে চলেছে রাজ্যে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যে আরও একটি ঘূর্ণিঝড়ে সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ। ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, এখনও সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে না। নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হয় তা হলে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘যশ’।

​আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, সেটি আছে পড়তে পারে সুন্দরবনে। তারপর অভিমুখ পরিবর্তন করে চলে যেতে পারে বাংলাদেশের দিকে। গত বছর এই সময় এসেছিল আমফান। এবার যদি সবকিছু ঠিকঠাক থাকে তা হলে আবার আসতে চলেছে ‘যশ’। যার প্রভাবে গাঙ্গেয় বঙ্গে বেশ কয়েক দিন টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!