Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

সস্ত্রীক করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সস্ত্রীক করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্ত্রী মীরা ভট্টাচার্যকে। বাড়িতে চিকিৎসাধীন বুদ্ধদেব। জানা গিয়েছে, তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।

সূত্রের খবর, বেশকিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। প্রথমে করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরেও করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপরেই তাঁকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। করোনার রিপোর্ট পজেটিভ আসে তাঁরও। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বুদ্ধদেব। তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এরপর কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করবেন চিকিৎসকরাই। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। কাজেই তাঁর সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!