দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ম্যাচ জেতার ইচ্ছেটাই যেন হারিয়ে গিয়েছে সিএসকে’র। কারণ আইপিএল’র শুরুটা গতবারের চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে করলেও শেষ দু’ম্যাচে যেন একেবারে অন্য সিএসকেকে দেখা গিয়েছে। খেলার মধ্যে কোনও ছন্দ নেই, সেই আগ্রাসী মানসিকতা নেই। মাত্র দুটি ম্যাচে দলের এই খারাপ পারফরম্যান্স যেন ধোনিকেও বদলে দিয়েছে। দেড় দশকেরও বেশি সময়ের ক্রিকেট কেরিয়ারে যেটা তাঁকে করতে দেখা যায়নি, শেষবেলায় এসে সেগুলোই যেন বেশি বেশি করে করছেন মাহি। টানা দু’ম্যাচ হেরে ধোনিকেই যেন দেখা যাচ্ছে ‘অজুহাত’ খুঁজতে।
গতকাল দিল্লির বিরুদ্ধে ম্যাচ হারের পর ধোনিকে দেখা গেল দলের ওপেনার এবং স্পিনারদের সরাসরি কাঠগড়ায় তুলতে। বাদ গেলেন না পেসাররাও। প্রায় সব ক্রিকেটারকেই কমবেশি কটাক্ষ করলেন। মাহি বললেন, ‘ব্যাটিংয়ে শুরু থেকেই ছন্দের প্রয়োজন হয়, সেটা আমরা পাচ্ছি না। যেটা পরে সমস্যার সৃষ্টি করছে। ১৬০ রানের বেশি তাড়া করতে গেলে শুরুটা ভাল না হলে হয় না। রান রেট বাড়তে থাকে, চাপ বাড়তে থাকে।’ বোলিং নিয়েও একই বিশ্লেষণ মাহির। বলছেন, ‘স্পিনাররা এখনও সেভাবে কোনও প্রভাবই দেখাতে পারেননি।