Wednesday, April 24, 2024
Latest Newsফিচার নিউজ

যতখুশি কথা বলুন! আনলিমিটেড ফ্রি ওয়াই-ফাই ভয়েস কলিং নিয়ে আসছে এয়ারটেল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতী এয়ারটেল আনছে আনলিমিটেড ফ্রি ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের সুবিধা। জিও, ভোডাফোনকে টেক্কা দিতে এবার বেশ কোমর কষেই মাঠে নামছে এয়ারটেল। এখন যতখুশি কথা বলুন, মাসের শেষে আর মোটা টাকার বিল আসবে না। আগে দিল্লিতে চালু ছিল এই পরিষেবা। এয়ারটেল ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের পরিষেবা চালু হবে গোটা দেশেই।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে বিশেষ কয়েকটি মোবাইল সেটে। সংস্থার ওয়েবসাইট থেকে জানা গেছে, অ্যাপলের কয়েকটি স্মার্টফোন যেমন আইফোন ৬, আইফোন এসই, শাওমি পোকো এফ ১, শাওমি রেডমি কে ২০, শাওমি রেডমি কে ২০ প্রো, স্যামসাং জে ৬, গ্যালাক্সি এম ৩০, গ্যালাক্সি এ ১০-এ পাওয়া যাবে এই সুবিধা।

এয়ারটেল জানিয়েছে, এই ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের জন্য কোনও আলাদা অ্যাপ ইনস্টল করতে হবে না। কোথাও লগইন করারও প্রয়োজন নেই। শুধুমাত্র ওয়াই-ফাই কানেকশন লাগবে কল করার জন্য। প্রথমে ফোনের সফটওয়্যার ভার্সন আপগ্রেড করতে হবে। তারপর ফোনের সেটিংসে গিয়ে এরপর ফোনের সেটিংসে গিয়ে ওয়াই-ফাই কলিং অন করতে হবে। VOLTE যেন অন থাকে সেটা দেখতে হবে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!