দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আলিপুর জেল হবে তৃণমূলের পার্টি অফিস, বৃহস্পতিবার সকাল থেকে কয়লা ও গরু পাচার কাণ্ডে কলকাতা- সহ হাওড়া ও হুগলির পাঁচ জায়গায় সিবিআই হানা নিয়ে ঘাসফুলকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এদিন বাবুল বলেন, “সবাই এখন জেনে গেছে তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্র ভাইপোর হয়ে তোলাবাজি করতেন। কয়লা পাচারকারী লালা আর গরু পাচারকারী এনামুলের সঙ্গে ভাইপোর সেতুবন্ধন করতেন বিনয়।” আসানসোলের সাংসদের কথায়, “তৃণমূলের সবাই জেলে যাবে। আগামী দিনে নীল সাদা আলিপুর সেন্ট্রাল জেলটাই তৃণমূলের পার্টি অফিস হবে।”
তিনি আরও বলেন, “কাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। এটাই শেষ প্রতিষ্ঠা দিবস। এরপর থেকে ভূলুন্ঠিত দিবস পালন করতে হবে।”
সিবিআই সূত্রে খবর, আগামী ৪ জানুয়ারি, সোমবার বিনয় মিশ্রকে ডেকে পাঠানো হয়েছে। এদিন দক্ষিণ কলকাতায় সিবিআই বিনয় মিশ্রের বাড়ি ও অফিসে হানা দিলেও তাঁর সন্ধান পায়নি। ফলে তাঁর নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে।