Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛ইসলাম কখনও মানুষের ক্ষতি করতে শেখায় না, তাই এই পরিস্থিতিতে আমাদের বাড়িতে থাকাই উচিত’

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব। এহেন পরিস্থিতিতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউন চলাকালীন মুসলিম ধর্মাবলম্বীদের সচেতন করতে এগিয়ে এলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। পার্সোনাল ল’বোর্ডের তরফে বলা হয়েছে, ‛ইসলাম কখনও মানুষের ক্ষতি করতে শেখায় না। তাই এই পরিস্থিতিতে আমাদের নিষেধাজ্ঞা মেনে বাড়িতে থাকাই উচিত।’

ল’ বোর্ড মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছিল জুম্মা সহ বাকি সব নামাজ তাঁরা যেন বাড়িতেই পড়ে নেয়। বোর্ডের কথা মেনে গতকাল শুক্রবার করোনা ভাইরাস সতর্কতায় জুম্মার নামাজে ফাঁকাই ছিল কাশ্মীর থেকে হায়দরাবাদ, লখনউ থেকে কলকাতার প্রায় সব মসজিদ। সামাজিক দূরত্ব ছাড়া করোনা ঠেকানোর অন্য কোনও পথ নেই। সেই পথে হেঁটেই নজির গড়লেন ভারতের মুসলিমরা।

Leave a Reply

error: Content is protected !!