Sunday, April 14, 2024
দেশফিচার নিউজ

পরিবারের সবাই নাগরিকত্ব পেলেও বাদ পড়লেন গৃহবধূ জমিরন পারভীন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যখন জানতে পারেন, এনআরসিতে তার নাম নেই, আতঙ্কে আর অনিশ্চয়তায় মুষড়ে পড়েন গুয়াহাটির গৃহবধূ জমিরন পারভিন। স্বামী-সন্তান এবং শ্বশুর বাড়ির সবারই চূড়ান্ত তালিকায় নাম রয়েছে। বাবার পরিবারের সবাই তালিকায় রয়েছেন। বাদ পড়েছেন একমাত্র তিনি।

জমিরনের জন্ম অসমের বড়পেটায়। কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্রে জমিরনের বাবার নামের বানান ভুল লেখা হয়েছিল বলেই এই পরিণতি। তার বাবার নাম আতব আলী, কিন্তু পরীক্ষার প্রবেশপত্রে নাম লেখা হয় আতাবর আলী। জমিরন পারভিনসহ আসামের ১৯ লাখেরও বেশী মানুষের নাম এনআরসি থেকে বাদ পড়েছে।

Leave a Reply

error: Content is protected !!