দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মসজিদ থেকে আজান দিলে লকডাউনের কোনও নিয়ম ভঙ্গ হয় না বলেই জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। তাই আজান দেওয়ায় কোনও বিধিনিষেধ জারি করা যাবে না বলেই জানানো হয়েছে। তবে আজান চললেও মাইক ব্যবহার করা যাবে না বলেই জানিয়েছেন বিচারকরা।
শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের বিচারক শশিকান্ত গুপ্তা ও বিচারক অজিত কুমারের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। সেখানে বলা হয়, মসজিদে আজান দেওয়া ইসলামের এক গুরুত্বপূর্ন অঙ্গ। তাই এই আজান দেওয়ায় বিধিনিষেধ জারি করা যাবে না। হাইকোর্টের তরফে বিভিন্ন জেলার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, আজান বন্ধ করার কোনও চেষ্টা যেন তাঁরা না করেন। তাহলে তা হাইকোর্টের নির্দেশের অবমাননা করা হবে।
২৪ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করে লকডাউনের মধ্যে কোনও ধর্মীয় স্থান খোলা যাবে না। এমন কিছু করা যাবে না, যাতে অন্যদের সেই ধর্মীয় স্থানে আসার আহ্বান জানানো হয়। এই পরিপ্রেক্ষিতেই এই শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায়, এই নির্দেশের কোনও যৌক্তিকতা নেই।
বিচারকরা বলেন, ‛আমরা বুঝতে পারছি না, একজন ইমাম মসজিদে বসে খালি গলায় আজান দেবেন। এর মাধ্যমে মুসলিমদেরও প্রার্থনা করার নির্দেশ দেওয়া হবে। তাঁরাও নিজের নিজের বাড়িতে বসেই প্রার্থনা করবেন। এখানে তো কাউকে মসজিদে আসার নির্দেশ দেওয়া হচ্ছে না। লকডাউনের কোনও নিয়মও ভঙ্গ হচ্ছে না। তাহলে আজান কেন বন্ধ করা হবে।’