Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

খাবার নেই, সরঞ্জাম নেই! বেলেঘাটা আইডিতে কাজ বন্ধ করে বিক্ষোভ নার্সদের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাসপাতালের অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করলেন বেলেঘাটা আইডি হাসপাতালের নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দিনরাত এক করে রোগীদের চিকিৎসা করতে হচ্ছে। আক্রান্ত রোগীদের অনেক কাছাকাছিও যেতে হচ্ছে। কিন্তু তার জন্য পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজার, বিশেষ রকমের পোশাক ও অন্যান্য নিরাপদ সরঞ্জামের অভাব রয়েছে। এমনকি হাসপাতালের ক্যান্টিনে ঠিকমতো খাবার, জল পাওয়াও যাচ্ছে না।

হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারের অফিস ঘেরাও করে চলছে বিক্ষোভ। গোটা রাজ্যে লকডাউন চলছে। গণপরিবহন বন্ধ। কাজের শেষে বাড়ি ফেরার সময় রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। সেই সঙ্গে সামাজিক নিরাপত্তার বিষয়টাও রয়েছে। তাঁদের অভিযোগ, পরিচয় জানার পরে এলাকায় তাঁদের একঘরে করা হচ্ছে। বিক্ষোভকারীদের একাংশ জানিয়েছেন, দাবি মানা না হলে কর্মবিরতির পথেও যেতে পারেন তাঁরা।

Leave a Reply

error: Content is protected !!