Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

মিমের প্রকাশ্য সমাবেশে বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সাকিব হাসান, দৈনিক সমাচার, জয়নগর: মিমের প্রকাশ্য সমাবেশে বাধাদানের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে বিধানসভার প্রিয়নাথ মোড় এ এক প্রকাশ্য সমাবেশে ডাক দেয় দক্ষিণ ২৪ পরগনা জেলার মিম কমিটি। অভিযোগ, সভা শুরু হওয়ার আগেই স্থানীয় পুলিশ প্রশাসন সেই সমাবেশ স্থগিত রাখতে বলেন। এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন মিম কর্মীরা।

মিমের জয়নগর বিধানসভার কর্মী মাস্টার সাইফুল্যা বলেন, এটা গণতান্ত্রিক দেশ। এখানে সব রাজনৈতিক দলের সমাবেশে করার অধিকার আছে, কিন্তু বর্তমানে শাসকদল সেটা মানতে পারছেনা।

তাদের অভিযোগ, প্রকাশ্যে সমাবেশ বন্ধ করে দেওয়ার পিছনে শাসকদলের মদত আছে। তা না হলে যেখানে সমাবেশে করার অনুমতি দেওয়ার পরেও কি ভাবে স্থানিয় পুলিশ প্রশাসন বাধা দেয়।

এবিষয়ে রাজ্য নেতৃত্ব জামিরুল হাসান বলেন, আজকে এই প্রকাশ্য জনসভা ক্ষমতার জোরে বন্ধ করলে কি হবে, আগামী দিনে আমরা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে ক্ষমতায় আসবো।

 

Leave a Reply

error: Content is protected !!