Sunday, May 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, দেশটাকেই বিক্রি করে দিচ্ছে, মোদী সরকারকে কটাক্ষ মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভেকধারী সরকারের ফেকধারী বাজেট। সব বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। শিলিগুড়ির সভা থেকে মোদী সরকারের বাজেটের তীব্র সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে রাজ্যে রাস্তা করতে এসেছে। কলকাতা শিলিগুড়ি রাস্তা আগে থেকেই করছে রাজ্য সরকার। আবার নতুন করে মোদী সরকার কী রাস্তা করবে এই নিয়ে কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। চা-বাগান খোলার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না আবার চা-শ্রমিকদের উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করছে মোদী সরকার। আক্রমণ শানিয়েছেন মমতা।

শিলিগুড়ির সভা থেকে মোদী সরকারের বাজেটের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মোদী সরকারের বাজেটকে ভেকধারী সরকারের ফেকধারী বাজেট বলে কটাক্ষ করেছেন মমতা। কৃষক বিরোধী, জন বিরোধী, দেশ বিরোধী বাজেট পেশ করেছে মোদী সরকার। তিনি অভিযোগ করেছেন একের পর এক জিনিসে সেস চাপিয়ে জিনিসের দাম আরও অগ্নিমূল্য করে দেবে মোদী সরকার। মধ্যবিত্তের হেঁসেলে আগুন ধরানোর সব ররকম রাস্তা তৈরি করে দিয়েছেন তিনি।

বাজেটে এবার রাজ্যের সড়ক নির্মাণে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। কলকাতা থেকে িশলিগুড়ি পর্যন্ত সড়ক সংস্কারের কথা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা নিয়ে কটাক্ষ করে মমতা বলেছেনষ আগে থেকেই রাস্তা হচ্ছে কলকাতা শিলিগুড়ি। তারপরেও আবার রাস্তা তৈরির কথা বলছে কেন্দ্র। ভোটের জন্য ঘোষণা করা হচ্ছে। কৃষকদের কিছু না দিয়ে গ্রামে গ্রামে রাস্তা তৈরির কথা বলছে। সেই টাকা কৃষকদের দিয়ে দিক মোদী সরকার। রাস্তা রাজ্য সরকার গড়ে নেবে বলে আক্রমণ শানিয়েছেন মমতা।

তিন বছর আগে মোদী সরকার বলেছিল উত্তরবঙ্গের ৭টি চা-বাগান খুলে দেবে। চা বাগান এখনও খোলেনি। আর চা শ্রমিকদের উন্নয়নে ১০০০ কোটি টাকা বরাদ্দ করছে। মিথ্যে কথার ঝুলি নিয়ে বসে থাকে মোদী সরকার। ভাঁওতাবাদি করেছে বাজেটে। ওদের কথা বিশ্বাস করবেন না শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের সূচণা মঞ্চ থেকে সরাসরি মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজেটে একের পর এক রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। রেল বিক্রি, কোল বিক্রি, বিমা বিক্রি, বিএসএনএল বিক্রি, এয়ারইন্ডিয়া বিক্রি। সব বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। কোনও বিমার টাকা কেউ পাবে কিনা সন্দেহ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকরিও এখন নিরাপদে নেই বলে আক্রমণ শানিয়েছেন মমতা। একের পর জিনিসে সেস বসাচ্ছে। আর সেই টাকা নীলকরের মতো তুলে নিেয় যায় কেন্দ্র। রাজ্যকে একটা টাকাও দেয় না। ১৫ লক্ষ টাকা দেওয়া তো দূরের কথা উল্টে ১৫ লক্ষ টাকা কেটে নিয়ে যাবে মোদী সরকার এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 

Leave a Reply

error: Content is protected !!