Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

Bulli Bai App: অনলাইনে মুসলিম মহিলাদের ‘নিলাম’! গ্রেফতার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

নয়াদিল্লি, ০৬ জানুয়ারি: অনলাইনে মহিলাদের ‘নিলাম’-এ তোলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। একাধিক থানায় এই সংক্রান্ত অভিযোগও দায়ের হয়েছে। এ বার সেই মামলায় বেঙ্গালুরু থেকে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ধৃতের নাম বিশাল ঝা। এই বিষয়ে তাঁর সঙ্গে সম্পর্ক আছে, এমন সন্দেহে আরও এক মহিলাকেও আটক করেছে পুলিশ।

পয়লা জানুয়ারি আপত্তিকর অ্যাপ ‘বুল্লি বাই’ এ মোদী সরকারের সমালোচনা করেন এমন মহিলাদের ‘নিলামে’ তোলা হয়! এরপরই ‘বুল্লি বাই’ নামক ওই অ্যাপ নিয়ে সরব হন বহু মহিলা এবং বিভিন্ন সংস্থা। অভিযোগ, মূলত মুসলিম ধর্মাবলম্বী মহিলাদের, যাঁরা বিভিন্ন সময় মোদী সরকারের সমালোচনা করেন, তাঁদের আপত্তিকর ভাবে ‘নিলামে’ তোলা হয়েছে। তাতে রয়েছে দেশের বিভিন্ন মহিলা সাংবাদিকের নাম। তেমনই সামাজিক ক্ষেত্রে কাজ করা আইনজীবী ও অন্য মুসলিম মহিলাদের নিয়েও আপত্তিকর ছবি ও ভাষা ব্যবহার হয়েছে সেখানে।

পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট অ্যাপটিতে সুকৌশলে গুরমুখী ভাষা ব্যবহার করা হয়েছিল। যাতে মহিলাদের নিয়ে আপত্তিকর ভাষা ও ছবি ব্যবহারের দায় গিয়ে চাপে খলিস্তানী গোষ্ঠীর উপর। অভিযোগ পাওয়ার পর তড়িঘড়ি অ্যাপটিকে নামিয়ে দেওয়া হয়েছে। মুম্বই পুলিশ ঘটনার তদন্তে নেমে এক জনকে গ্রেফতার করে ফেলেছে। তবে দিল্লি পুলিশে একই অভিযোগ দায়ের হলেও, তারা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ সরসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণে।

Leave a Reply

error: Content is protected !!