Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফের শিরোনামে রাজস্থানের আলওয়ার! বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের কৃষকের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আদরের মোষের মৃত্যুর জন্য বিধায়কের বিরুদ্ধে থানায় গেলেন রাজস্থানের এক গরিব কৃষক। তাঁর দাবি, ওই বিধায়কের দায়িত্বজ্ঞানহীনতার জন্য তাঁর আদরের মোষের অকালে মৃত্যু হয়েছে। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআরও দায়ের করেছে ওই বিধায়কের বিরুদ্ধে।

যে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁর নাম বলজিৎ যাদব। বলজিৎ এই দুর্ঘটনার আগের দিনই এসেছিলেন আলওয়ারে। এদিন একটি হেলিকপ্টারে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তাঁর সমর্থকরাই তাঁর জন্য আয়োজন করেছিল চপারটির। অভিযোগকারী কৃষক জানিয়েছেন, ওই চপারের বীভৎস আওয়াজেই প্রচণ্ড ভয় পেয়ে হার্ট অ্যাটাক হয় মোষটির। প্রায় সঙ্গে সঙ্গেই মারাও যায়।

Leave a Reply

error: Content is protected !!