Latest Newsদেশফিচার নিউজ

‛বেওয়াফাই নেহি করনে কা’ – প্রেমিকার গলার নলি কেটে ভিডিও বার্তা প্রেমিকের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লিভ-ইন সঙ্গী শ্রদ্ধা ওয়াকারকে খুন করে ৩৫ টুকরো করেছিল আফতাব, দিল্লির এই নৃশংস খুনের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। এরইমাঝে আরও এক নৃংশস খুনের ঘটনা ঘটল। এক ব্যক্তি খুন করলেন তাঁর প্রেমিকাকে। খুনের পর গলা কাটা দেহের সঙ্গে একটি ভিডিও রেকর্ড করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘বেওয়াফাই নেহি করনে কা…. (বিশ্বাসঘাতকতা বরদাস্ত নয়)’। বাবু, হেভেন মে ফির মিলেঙ্গে…(বাবু, স্বর্গে আমাদের আবার দেখা হবে)’।

ভিডিওতে দেখা যাচ্ছে, পাশে কম্বলে ঢাকা একটি মহিলার দেহ। তাঁর গলার নলি কাটা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে। ওই মহিলাকে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠেছে অভিজিৎ পাতিদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি, ‘ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন!’ পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিল্পা জারিয়া। বয়স পঁচিশ। জবলপুরের মেখলা রিসর্ট থেকে উদ্ধার হয়েছে শিল্পার নলিকাটা দেহ। পর পর বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিযুক্ত।

Leave a Reply

error: Content is protected !!