দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা-র সাধারণ সম্পাদক হান্নান মোল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করল অমিত শাহের নেতৃত্বে থাকা দিল্লি পুলিশের। এই মুহূর্তে দিল্লিতেই আছেন তিনি। সেখানে থেকে উলুবেড়িয়ার এই প্রাক্তন সিপিআইএম সাংসদ দলীয় কৃষক সংগঠনের নেতৃত্বে চলা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।
কেন্দ্রীয় সরকারের নয়া কৃষিবিলের বিরুদ্ধে লক্ষ লক্ষ কৃষক সোচ্চার হয়েছেন দেশজুড়ে। প্রতিবাদ দেখাতে তাঁরা জড়ো হয়েছেন রাজধানীর রাস্তায়। দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষকদের হয়ে সমানে লড়াই করে যাচ্ছেন হান্নান মোল্লা। কৃষকদের এই আন্দোলনের মাঝেই এফআইআর দায়ের করা হল হান্নান মোল্লার বিরুদ্ধে।
কেন্দ্রীয় সরকারের তিনটি নয়া কৃষিনীতি কোনোভাবেই মেনে নিতে রাজি নয় কৃষক সমাজ। গোটা দেশজুড়ে কৃষকরা এই নীতির বিরোধিতা করে পথে নেমেছেন। কোভিড আইন লঙ্ঘন করার দায়ে গ্রেফতার করার হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু কোনো হুমকি বা রক্তচক্ষু আন্দোলন থেকে সরিয়ে আনতে পারেনি কৃষকদের। তাই কৃষকদের মনোবল ভাঙতে নেতাদের নিশানা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সারা ভারত কৃষক সভা-র সাধারণ সম্পাদক হান্নান মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইয়ার সেটাই প্রমাণ করে।