Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

অমিত শাহ পদত্যাগ করুন, লজ্জায় বিজেপির গলায় দড়ি দেওয়া উচিত, শীতলকুচির ঘটনায় মন্তব্য ক্ষুব্ধ মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ সকালে ভোট চলাকালীন শীতলকুচির পাগলাপীরে ৪ তৃণমূল কর্মীকে গুলি করে খুন করে সিআরপিএফ। ঘটনায় তীব্র ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীকে ‘ষড়যন্ত্রকারী’ বলে চিহ্নিত করে তীব্র প্রতিবাদা জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বনগাঁ দক্ষিণের নির্বাচনী সভা থেকে অমিত শাহর পদত্যাগ দাবি করলেন তিনি।

স্পষ্ট বললেন, কোচবিহারে আমাদের ৪ ভাইকে গুলি করে মেরেছে দিল্লির পুলিশ। এর পিছনে ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির লজ্জা হওয়া উচিত, গলায় দড়ি দেওয়া উচিত। আমি বলছি, অমিত শাহ, আপনি পদত্যাগ করুন।

এরপরই তিনি জানান, রবিবারই তিনি শীতলকুচি যাচ্ছেন। পাশাপাশি তৃণমূলের তরফে রবিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও করেন তিনি। কালো ব্যাজ পরে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল করবেন দলীয় নেতা, কর্মী, সমর্থকরা।

 

 

Leave a Reply

error: Content is protected !!