Thursday, April 25, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

“এটাই কি আপনার সোনার বাংলা?” ৫ জনের মৃত্যুতে শাহকে প্রশ্ন অভিষেকের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোট চলাকালীন কোচবিহারের শীতলকুচির পাগলাপীরে ৫ তৃণমূল কর্মীকে গুলি করে খুন করে সিআরপিএফ। এরপরেই ৫ জনের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন “এটাই কি আপনার সোনার বাংলা?” কেননা বাংলাকে সোনার বাংলা করার সংকল্প করেছে বিজেপি। ভোটে জিতলেই রাজ্যবাসীকে সোনার বাংলা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার সকালে ভোটের লাইনে থাকাকালীন তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। রক্তাক্ত হন বহু তৃণমূল কর্মী। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চার যুবককে মৃত বলে ঘোষণা করে। জখম হন আরও বেশ কয়েকজন। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কেন্দ্রীয় বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলে জানায় কমিশন। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করে। ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের নেতারা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দায় চাপিয়েছেন অমিত শাহের উপর। একই সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়।

শনিবার দুপুরে টুইটারে অভিষেক লিখলেন, “ভোটের সকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে কোচবিহারের ৫ জনের। অমিত শাহ আপনি বাংলাকে যে সোনার বাংলা করার কথা বলেন, এটাই কি আপনার সেই সোনার বাংলা?”

তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনও টুইটে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। মোদি-শাহকে ‘খুনি’ বলে কটাক্ষ করে বললেন, “বিজেপি জানে সুস্থভাবে ভোট হলে ওরা জিততে পারবে না, তাই খুন করছে।” কোচবিহারের এই নৃশংসতার নিন্দা করছেন পার্থ চট্টোপাধ্যায়, দোলা সেন-সহ তৃণমূলের একাধিক নেতা।

 

 

Leave a Reply

error: Content is protected !!