Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সফর সমাপ্ত প্রণবের, বাঙালি রাষ্ট্রপতির যাত্রাপথের একঝলক রইল ছবিতে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়। রইল তাঁর জীবনের কিছু মূল্যবান ছবি –

অব্রাহ্মণ পরিবারের মেয়ে শুভ্রার সঙ্গে বিয়েতে আপত্তি ছিল অনেক আত্মীয়ের। প্রণব তোয়াক্কা করেননি। ফাইল চিত্র।
১৯৮০ সালে ইন্দিরার প্রবল প্রত্যাবর্তনের পর কেন্দ্রীয় রাজনীতিতে শুরু হয় প্রণবের উত্থান। ফাইল চিত্র।
রাজীবের সঙ্গে সম্পর্ক মধুর হয়নি। ইন্দিরার মৃত্যুর পর, সঙ্ঘাতের জেরে বহিষ্কৃতও হন কংগ্রেস থেকে। ফাইল চিত্র।
১৯৮২ সালে তাঁকে দেশের অর্থমন্ত্রকের দায়িত্ব দেন ইন্দিরা। দ্বিতীয় মনমোহন মন্ত্রিসভাতেও প্রণব অর্থমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি পদে বসার আগে পর্যন্ত। ফাইল চিত্র।
সোনিয়া প্রধানমন্ত্রী হবে না জানানোর পরে আলোচনার কেন্দ্রে এসেছিল কীর্ণাহারের ব্রাহ্মণের নাম। কিন্তু শেষ পর্যন্ত ‘অরাজনৈতিক’ মনমোহনকে বেছে নেয় হাইকমান্ড। ফাইল চিত্র।
২০০৪ সালের লোকসভা ভোটে এনডিএ-র বিরুদ্ধে কংগ্রেসের রাজ্যওয়াড়ি জোট বা সমঝোতার মূল কারিগর ছিলেন প্রণব। ফলপ্রকাশের পর এটাই ইউপিএ-র জন্ম দেয়। ফাইল চিত্র।

 

Leave a Reply

error: Content is protected !!